দক্ষিণ আমেরিকা

ব্রাজিলে গৃহহীনদের আশ্রয়কেন্দ্রে অগ্নিকাণ্ডে নিহত ১০

ব্রাসিলিয়া, ২৭ এপিল – ব্রাজিলে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় পোর্তো অ্যালেগ্রে শহরে একটি অকেজো হোটেল অস্থায়ীভাবে গৃহহীনদের আশ্রয়ের জন্য ব্যবহৃত হচ্ছিল। সেখানেই ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দমকল বিভাগ জানিয়েছে, জরুরি কর্মীরা ঘটনাস্থলে ১০ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জায়গাটি যথাযথ অনুমোদন ছাড়াই চলছিল। এছাড়া একটি বিবৃতিতে বলা হয়েছে, ফরেনসিক বিশেষজ্ঞরা ক্ষতিগ্রস্তদের শনাক্ত করতে এবং আগুনের কারণ অনুসন্ধান করতে ঘটনাস্থলে রয়েছেন।

রাজ্যের গভর্নর এডুয়ার্ডো লেইট জানিয়েছেন, রাত প্রায় ২টার দিকে লাগা আগুন তাকে ‘গভীরভাবে মর্মাহত’ করেছে। তিনি এক্সে লিখেছেন, ফায়ার ডিপার্টমেন্ট আগুন নেভাতে পাঁচটি ট্রাক ও কয়েক ডজন অগ্নিনির্বাপককর্মী পাঠিয়েছে। আমরা এই ট্র্যাজেডির পরে এবং কারণ অনুসন্ধানে কাজ চালিয়ে যাব। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা।

স্থানীয় সময় শুক্রবার ভোরে ঘটনাস্থলে থাকা এএফপির একজন ফটোগ্রাফার দেখতে পান, অগ্নিনির্বাপককর্মীরা খারাপভাবে পুড়ে যাওয়া তিনতলা ভবনটির চারপাশে তখনো কাজ করছেন।

ব্রাজিলীয় গণমাধ্যমের ছবিতে দেখা যায়, আগুনে আচ্ছন্ন হয়ে পড়া তিনতলা ভবনটিতে দমকলকর্মীরা কাজ করছেন।

অন্যদিকে মেয়র সেবাস্তিয়াও মেলো এক্সে লিখেছেন, একাধিক আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে কতজন তা বলেননি তিনি। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে আহতদের সংখ্যা ১১ জন উল্লেখ করা হয়েছে, যার মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ২৭ এপিল ২০২৪

Back to top button