কলকাতা, ৬ জানুয়ারি- পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীত্ব থেকে পদত্যাগ ভারতের সাবেক ক্রিকেটার লক্ষীরতন শুক্লা। তিনি পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন।
মঙ্গলবার মন্ত্রীত্বের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। তবে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রসের বিধায়ক পদ থেকে আপাতত পদত্যাগ করেননি তিনি। মমতা ইতিমধ্যে লক্ষীরতন শুক্লার ইস্তাফাপত্র গ্রহণ করেছেন।
বেশ কিছুদিন ধরেই তৃণমূলে ভাঙন চলছে। এর আগে তৃণমূলের হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী তৃণমুল ছেড়ে বিজেপিতে যোগ দেন। তার সঙ্গেই তৃণমূলের প্রায় ১০ জন বিধায়ক, সাংসদ এবং নেতারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। এরপর থেকেই তৃণমূলের অন্দরে বিদ্রোহ চলছেই।
এদিন লক্ষীরতন শুক্লা মন্ত্রীত্ব পদে ইস্তাফা দেওয়ার পরেই জোর জল্পনা শুরু হয়েছে। গুঞ্জন ছড়াচ্ছে তাহলে কি এবার লক্ষীরতন যোগ দেবেন বিজেপিতে?
আরও পড়ুন : সৌরভ অসুস্থ হওয়ায় ‘ট্রল’, বন্ধ বিজ্ঞাপন
লক্ষীরতনের মন্ত্রীত্ব ত্যাগ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ বলেন, যতো তাড়াতাড়ি মুখোশ খোলে ততোই ভালো।
এদিকে লক্ষীরতনের ইস্তাফায় পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির তরফে অভিযোগ তোলা হচ্ছে, তৃণমূলে কেউ আদর্শ নিয়ে কাজ করতে পারেন না।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, লক্ষীর পদত্যাগে নেগেটিভ কিছু নেই। লক্ষী ভালো ছেলে। ও পদত্যাগপত্রে লিখেছে ও রাজনীতি ছেড়ে দিতে চায়। কারণ ও খেলেধুলা নিয়ে থাকতে চায়। ওর সঙ্গে আমার শুভেচ্ছা রইলো।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আর/০৮:১৪/৬ জানুয়ারি