জাতীয়

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া

ঢাকা, ১৭ এপিল – শারীরিক জটিল সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। গত ১৫ এপ্রিল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ইউরোলজিক্যাল ও রেসপিরেটরি সমস্যা নিয়ে ঢাকার এক প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন। গত বেশ কিছুদিন যাবৎ প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া ও মাঝে মধ্যে প্রসাব বন্ধ হয়ে যাওয়ার কারণে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো রফিকুল ইসলাম তার চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে যান। আর দলের পক্ষে থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার চিকিৎসার নিয়মিত খোঁজ নিচ্ছেন।

উল্লেখ্য, ২০১৮ সালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তী সময়ে দেশে ও বিদেশে পরীক্ষার মাধ্যমে জানা যায় তার মেরুদণ্ডের হাড়ের সমস্যার কারণে তিনি এরকম অসুস্থ হয়ে পড়েন। সিঙ্গাপুরে তার ব্রেইনে শান্টের সার্জারি করা হয়।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৭ এপিল ২০২৪

Back to top button