পটুয়াখালী

পটুয়াখালীতে ঝড়ে বাড়িঘর লন্ডভন্ড, ২ জনের মৃত্যু

পটুয়াখালী, ০৭ এপিল – পটুয়াখালীর বাউফলে কালবৈশাখীতে বসতবাড়ি, ফসলি জমি, গাছপালাসহ বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে। এসময় বজ্রপাতে ও ঝড়ে গাছচাপায় দুজনের মৃত্যু হয়েছে।

রোববার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে শুরু হওয়া এ ঝড়ের তাণ্ডব চলে প্রায় ৪০ মিনিট। ঝড়ে গাছপালা ভেঙে যাওয়ায় অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

ঝড়ে দাশপাড়া ইউনিয়নের চরালক্ষ্মী গ্রামে গাছচাপা পড়ে সাফিয়া বেগম (৯৮) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়। নাজিরপুর ইউনিয়নের রায় তাতেরকাঠি গ্রামে বজ্রপাতে মারা যায় রাতুল (১৩) নামের নবম শ্রেণির এক ছাত্র।

কেশবপুর ইউনিয়নের মমিনপুর চরে বজ্রপাতে এক কৃষকদের দুটি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। কেশবপুর ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক অপু এতথ্য নিশ্চিত করেছেন।

বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বশির গাজী বলেন, নিহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে। যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকেও সহায়তা করা হবে।

পটুয়াখালীর জেলা প্রশাসক নূর কুতুবুল আলম বলেন, ঝড়ে বাউফল, দুমকি ও সদর উপজেলায় বেশকিছু ক্ষয়ক্ষতি হয়েছে। সংশ্লিষ্ট ইউএনওরা ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছেন।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০৭ এপিল ২০২৪

Back to top button