পশ্চিমবঙ্গ

মণীশ খুনের তদন্তে সিবিআই চেয়ে রাজ্যপালের দ্বারস্থ মুকুল

কলকাতা, ১১ অক্টোবর- মণীশ খুনের তদন্তে সিবিআই চেয়ে ফের রাজ্যপালের দ্বারস্থ বিজেপির প্রতিনিধি দল৷ এর আগেও একই দাবিতে রাজ্যপালের দ্বারস্থ হয়েছিল বিজেপি৷ কিন্তু তারপরও রাজ্য সরকার সিআইডি তদন্তের নির্দেশ দেয়৷

আজ রবিবার বিজেপির কেন্দ্রীয় নেতা মুকুল রায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজভবনে যায়৷ রাজ্যপালের সঙ্গে দেখা করে রাজভবন থেকে বেরিয়ে মুকুল রায় বলেন, “মণীশ খুনে রাজ্য সরকার সিআইডি তদন্তের সুপারিশ করেছে। সিআইডি তদন্তে কী হতে পারে, তার সম্যক ধারণা আমার আছে। তাই নিহতের পরিবারকে ন্যায় পাইয়ে দিতে সিবিআই তদন্ত চেয়ে আমরা রাজ্যপালের কাছে এসেছিলাম।”

মণীশের দেহ ময়নাতদন্তের দিন তার মৃতদেহ নিয়ে রাজভবনের দিকে মিছিল করে যাচ্ছিল বিজেপি নেতা কর্মীরা৷ রাজভবনের আগেই মিছিল আটকায় পুলিশ৷ তবে বিজেপির একটি প্রতিদিন দলকে রাজভবনে যাওয়ার অনুমতি দেয় পুলিশ৷ সেদিনও ওই প্রতিনিধি দলটি রাজ্যপালের কাছে সিবিআই তদন্তের দাবি করেছিল৷ এছাড়া মণীশ শুক্লার খুনে সিবিআই তদন্তের দাবিতে মৌন মিছিল করেছিল বারাসাত আদালতের আইনজীবীরা৷

বিজেপি নেতা মণীশ শুক্লা পেশায় একজন আইনজীবীও ছিলেন৷ তিনি নিয়মিত বারাকপুর মহকুমা আদালতে প্র্যাকটিস করতেন। বারাকপুর মহকুমা আদালতের আইনজীবী হিসেবে মণীশ শুক্লার মৃত্যু মেনে নিতে পারছেন না বারাসাত আদালতের আইনজীবীরা৷ তাই মণীশ হত্যার ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে বারাসাত আদালত ভবন থেকে বারাসাত জেলা আদালতের আইনজীবীদের মৌন মিছিল করেন তারা৷

আরও পড়ুন:  পশ্চিমবঙ্গে নতুন করে করোনায় আক্রান্ত ৩৫৯১, মৃত্যু ৬২

এদিকে বিজেপি নেতা মণীশ শুক্ল খুনে বিহারে যাচ্ছে পশ্চিমবঙ্গ সিআইডির দল। সেখানে সুবোধ সিং নামে এক দুষ্কৃতীর খোঁজে যাচ্ছে তারা৷ ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে সিআইডি৷ তাদেরকে জেরা করেই সুবোধ সিং এর নাম জানতে পেরেছে গোয়েন্দারা৷ এমনটাই সূত্রের খবর৷

মনীশ খুনে সিআইডির তদন্তে উঠে এসেছে নতুন তথ্য৷ সূত্রের খবর, বিজেপি নেতাকে খুন করতে যায় ৬ দুষ্কৃতী। ছয় জনের মধ্যে একজনকে চিহ্নিত করা গিয়েছে। বাকি পাঁচ জনের খোঁজে তদন্তকারীরা৷

সূত্র: কলকাতা২৪x৭

আর/০৮:১৪/১১ অক্টোবর

Back to top button