আফ্রিকা

একসঙ্গে দুই গ্রামে হামলায় নাইজারে ৭০ জন নিহত

নিয়ামে, ৩ জানুয়ারি- নাইজারের মালি সীমান্তবর্তী অঞ্চলের কাছে একসঙ্গে দুই গ্রামে হামলায় অন্তত ৭০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এটি জঙ্গি হামলা বলে সন্দেহ করা হচ্ছে। শনিবার নিরাপত্তা বাহিনী সূত্র এ তথ্য জানিয়েছে।

পশ্চিম আফ্রিকান দেশটির টেকোম্বাংউ গ্রামে ৪৯ জন নিহত হয়েছেন। একই সঙ্গে হামলাটিতে আহত হয়েছেন আরও ১৭ গ্রামবাসী। নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে একটি নিরাপত্তা বাহিনী সূত্র এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের

আরও পড়ুন:  নাইজেরিয়ায় গির্জায় হামলা চালিয়ে ১১ জনকে হত্যা

আরেকটি সূত্র, নাইজারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রবীণ কর্মকর্তা নাম প্রকাশ না করার অনুরোধে জানিয়েছেন, দেশটির জারোমদারেয়ে গ্রামে অন্তত ৩০ জনকে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনায় নাইজারের সরকার তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

রয়টার্সের খবর, পশ্চিম আফ্রিকার এ দেশটি আগে আল-কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যুক্ত জঙ্গিদের আক্রমণ সহ্য করেছে। গত বছরও দেশটির পশ্চিমাঞ্চলে মালি, বুরকিনা ফাসো এবং দক্ষিণ-পূর্ব নাইজেরিয়া সীমান্তের কাছে হামলায় কয়েকশ’ লোক নিহত হয়েছেন।

সূত্র: সমকাল

আর/০৮:১৪/৩ জানুয়ারি

Back to top button