অস্ট্রেলিয়া

২০০ ডলার জরিমানা মাস্ক না পরলে

কাউসার খান

ক্যানবেরা, ২ জানুয়ারি- অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস মোকাবিলায় জারি করা জরুরি অবস্থা শিথিল হয়ে স্বাভাবিক হওয়ার পথে আবার সংক্রমণ বাড়তে শুরু করেছে। বিশ্বব্যাপী সংক্রমণের তৃতীয় ঢেউয়ে যেন ‘তীরে এসে তরি না ডুবে’, সে জন্য কঠোর হচ্ছে দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্য। আর সে জন্যই রাজ্যের রাজধানীর বৃহত্তর সিডনিতে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। আজ শনিবার মধ্যরাত থেকে এ আইন চালু হবে। এরপর থেকে মাস্ক না পরলে প্রত্যেককে জরিমানা গুনতে হবে ২০০ করে অস্ট্রেলীয় ডলার।

নিউ সাউথ ওয়েলস রাজ্যের মুখ্যমন্ত্রী গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান শনিবার মাস্ক পরা বাধ্যতামূলক করে ঘোষণা জারি করেন। তিনি জানান, শপিং মল, গণপরিবহন, সেলুন, সিনেমা হল, উপাসনালয়—এমন সার্বজনীন স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক। শনিবার সিডনিতে নতুন ৭ জনের সংক্রমণের কথা জানানো হয়েছে। এর আগে গত ২৪ ঘণ্টায় নতুন ১২ জনের করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে।

নতুন বছরের প্রথম দিন দেশটিতে ১৯ জন আক্রান্ত হন এবং গত বছরের শেষ দিন ২৭ জন আক্রান্ত হন।

আরও পড়ুন :  জাতীয় সংগীতে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

অন্যদিকে ভিক্টোরিয়া রাজ্যের রাজধানী মেলবোর্ন অনেকদিন সংক্রমণহীন থাকার পর আবার বাড়ায় সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে রাজ্য সরকার। করোনাভাইরাসের বিশ্ব সংক্রমণে অস্ট্রেলিয়ার রেকর্ড তুলনামূলক কম হলেও শূন্য সংক্রমণ থাকতে দেশটি কঠোর নিয়ন্ত্রণ করে যাচ্ছে।

সূত্র: প্রথম আলো

আর/০৮:১৪/২ জানুয়ারি

Back to top button