এশিয়া

৫.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল চীন

বেইজিং, ২৫ ফেব্রুয়ারি – ভূমিকম্পে কাঁপল চীন। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে এ ভূমিকম্প হয়েছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) জানিয়েছে, রোববার স্থানীয় সময় দুপুর ১২টা ১৪ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়েছে। এটি ছিল ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প ।

সিইএনসির তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চিনহুয়া স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে, দুপুর ১টা পর্যন্ত কোনো হতাহত বা ভবন ধসের খবর পাওয়া যায়নি। ভূমিকম্প অনুভূত হওয়া এলাকাটিতে জনবসতি অপেক্ষাকৃত কম।

প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের পর বিদ্যুতের প্রধান গ্রিডসহ নেটওয়ার্কগুলো স্বাভাবিক রয়েছে। এছাড়া ট্রেন চলাচলেও কোনো ধরনের প্রভাব পড়েনি।

এর আগে চলতি বছরের ২৩ জানুয়ারি কিরগিজস্তান-জিনজিয়াং সীমান্তে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। এতে অন্তত তিনজন নিহত হয়েছিলেন।

সূত্র: কালবেলা
আইএ/ ২৫ ফেব্রুয়ারি ২০২৪

Back to top button