ইউরোপ

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাবা চাইছেন ফ্রান্সের নাগরিকত্ব

লন্ডন, ১ জানুয়ারি- ফ্রান্সের নাগরিকত্বের জন্য আবেদন করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বাবা স্ট্যানলি জনসন। গতকাল বৃহস্পতিবার স্ট্যানলি বলেন, ফ্রান্সের পাসপোর্টের জন্য করা তার আবেদন প্রক্রিয়াধীন আছে। ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য স্ট্যানলি যুক্তরাজ্যে ২০১৬ সালের গণভোটে ইইউতে থাকার পক্ষে ভোট দিয়েছিলেন।

ফ্রান্সের আরটিএল বেতারকে স্ট্যানলি বলেছেন, ফ্রান্সের সঙ্গে দৃঢ় পারিবারিক সম্পর্কের কারণে তিনি ফরাসি নাগরিক হতে চান। ফরাসি ভাষাতেই তিনি বলেন, ‘আমার জানা মতে, আমি একজন ফরাসি। আমার মা ফ্রান্সে জন্ম গ্রহণ করেছিলেন। তার মাও ফরাসি ছিলেন, এমনকি তার পিতামহও ছিলেন ফরাসি। সুতরাং আমার যা আছে সেটিই ফিরে পাওয়ার দাবি করছি বলা চলে। তবে আমি সব সময় একজন ইউরোপীয়ই থাকব, সেটি নিশ্চিত।’

স্ট্যানলি ইইউর পক্ষে অবস্থান নিলেও তার ছেলে বরিস জনসন ২০১৬ সালের গণভোটে যুক্তরাজ্যের ইইউ ছাড়ার পক্ষেই প্রচারের অগ্রভাগে ছিলেন।

বরিস তখন বলেছিলেন, অতিরিক্ত আমলাতান্ত্রিক ইইউ থেকে বেরিয়ে যুক্তরাজ্য পুরোপুরি একটি সার্বভৌম দেশ হিসেবে নতুন উদ্যমে উন্নতির পথে এগিয়ে যেতে পারবে।

সূত্র: যুগান্তর

আর/০৮:১৪/১ জানুয়ারি

Back to top button