উত্তর আমেরিকা

বিদায় বেলায় অভিবাসন নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালেন ট্রাম্প

ওয়াশিংটন, ১ জানুয়ারি- হোয়াইট হাউস ছাড়ার আগে অভিবাসীদের ওপর নতুন করে খড়গ চাপালেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার এক জোড়া অভিবাসন নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছেন তিনি, যাতে ‘গ্রিন কার্ড’ প্রত্যাশী ও অস্থায়ী বিদেশি শ্রমিকরা দেশটিতে প্রবেশ করতে পারবেন না।-খবর এনডিটিভির

মহামারীতে বিধ্বস্ত অর্থনীতিতে মার্কিন শ্রমিকদের সুরক্ষায় এমন পদক্ষেপ দরকার বলে মনে করেন এই রিপাবলিকান প্রেসিডেন্ট।

গত এপ্রিল ও জুনে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। গত ৩১ ডিসেম্বর যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সেই মেয়াদ ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে নাভিশ্বাস ওঠার মতো বেশ কিছু নিষেধাজ্ঞা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও কিছুসংখ্যক বিদেশি শ্রমিকের ওপর নিষেধাজ্ঞার ক্ষেত্রে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বিরোধিতা করে আসছে।

আগামী ২০ জানুয়ারি দায়িত্ব নিতে যাচ্ছেন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এই নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন। কিন্তু দায়িত্ব নেয়ার পর তাৎক্ষণিকভাবে এসব নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার ব্যাপারে তার কাছ থেকে কোনো আশ্বাস আসেনি।

প্রেসিডেন্টশিয়াল ঘোষণার মাধ্যমে ট্রাম্প এ নিষেধাজ্ঞা আরোপ করেছেন, যা দ্রুতই উঠিয়ে নেয়া সম্ভব।

দেশজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে দুই কোটি নাগরিককে বেকারত্বের সুবিধা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।

সূত্র: যুগান্তর

আর/০৮:১৪/১ জানুয়ারি

Back to top button