পশ্চিমবঙ্গ

বছর শুরুর দিনেই নন্দীগ্রাম-কাঁথিতে জোড়া সভা শুভেন্দুর

কলকাতা, ০১ জানুয়ারি – নতুন বছরের প্রথম দিনেই পূর্ব মেদিনীপুরে জোড়া সভা শুভেন্দু অধিকারীর। যা নিয়ে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। প্রথম সভা নন্দীগ্রামের সোনাচূড়ায়। গত মঙ্গলবার শুভেন্দুর সভায় আসার পথে বিজেপি কর্মীদের বাস থামিয়ে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তারই প্রতিবাদে আজদ সভা করবেন শুভেন্দু। এরপর বিকেলে কাঁথিতে বিজেপির প্রকাশ্য জনসভা। সেই সভাতেই মেগা দলবদলের সম্ভাবনা প্রবল।

বছর শুরুর দিনেই নজরে শুভেন্দুর গড় পূর্ব মেদিনীপুর। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে পুরোদমে মাঠে নেমে পড়েছেন শুবেন্দু অধিকারী।

একের পর এক সভায় তোপ দাগছেন শাসক তৃণমূলের বিরুদ্ধে। প্রতি সভাতেই তুলোধনা করছেন শাসক-শিবিরকে। শুভেন্দুর গেরুয়া-যোগে বিধানসভা ভোটের আগে বেশ চনমনে পদ্ম-শিবির। জেলায়-জেলায় রাজনৈতিক কর্মসূচিতে এখন বিজেপির হাই-ভোল্টেজ ক্যাম্পেনার শিশির-পুত্র শুভেন্দু।

শুক্রবার শুভেন্দু অধিকারীর প্রথম সভা নন্দীগ্রামের সোনাচূড়ায়। ভূতার মোড়ে গত মঙ্গলবার ‘আক্রান্ত’ বিজেপি কর্মীদের পাশে থাকার বার্তা দিয়ে প্রতিরোধের ডাক দেবেন শুভেন্দু। সেদিন বাস থামিয়ে বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুন : নিন্দা ছেড়ে এবার জিতেন্দ্র তিওয়ারির প্রশংসায় বাবুল সুপ্রিয়

পরে হাসপাতালে গিয়ে আহত বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করে এসেছেন নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক। আহতদের পাশে থাকার বার্তা দিয়েছেন ‘জননেতা’। শুক্রবার সোনাচূড়াতেই প্রতিবাদ সভায় প্রধান বক্তা শুভেন্দু অধিকারী।

এরপর এদিন বিকেলেই কাঁথির ডর্মিটরি মাঠে বিজেপির ‘যোগদান মেলা’। ইতিমধ্যেই বিজেপির এই সভা ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। এই সভাতেই ঘটতে পারে মেগা-দলবদল। কাঁথি পুরসভার সদ্য অপসারিত প্রশাসক তথা শুভেন্দু অধিকারীর ভাই তৃণমূল নেতা সৌমেন্দু অধিকারী যোগ দিতে পারেন বিজেপিতে।

সৌমেন্দু ছাড়াও এদিন জেলা তৃণমূলের আরও কয়েকজন নেতাও গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন বলে জেলা রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। যদিও এব্যাপারে স্পষ্ট করে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

সুত্র : কলকাতা২৪x৭
এন এ/ ০১ জানুয়ারি

Back to top button