ভারতে ২ জানুয়ারি সব রাজ্যে টিকার মহড়া
নয়াদিল্লি, ০১ জানুয়ারি- নতুন বছর আসতে না আসতেই ভারতের স্বাস্থ্য কর্তৃপক্ষ সুখবর জানিয়েছে। গতকাল দেশটির স্বাস্থ্যসংশ্লিষ্ট উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয় যে, ২ জানুয়ারি থেকে প্রতিটি রাজ্যেই টিকার মহড়া (ড্রাই রান) শুরু হবে। একই সঙ্গে নতুন বছরে খুব দ্রুতই ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হতে পারে। গতকাল বৃহস্পতিবার ভারতের টিকা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
এদিকে গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারতে তৈরি করোনার টিকা একেবারে শেষ পর্যায়ে রয়েছে। চলতি সপ্তাহে ফাইজার ও বায়োএনটেকের তৈরি টিকা ভারতের সেরাম ইনস্টিটিউট তৈরির ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ নতুন বছরের শুরুতেই টিকা পেতে যাচ্ছে ভারত। এ কারণে তার আগে সারাদেশে মহড়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।
সূত্রের বরাত দিয়ে এনডিটিভি গতকাল জানিয়েছে, আগামীকাল অর্থাৎ ২ জানুয়ারি দেশের প্রতিটি রাজ্যে টিকার মহড়া শুরু হবে। এর আগে ২৮ ও ২৯ ডিসেম্বর আসাম, অন্ধ্র, পাঞ্জাব ও গুজরাটে মহড়া হয়েছে।
উল্লেখ্য, টিকা মহড়া দেওয়ার সময় আসল টিকা ব্যবহার হবে না। কিন্তু কোথায়, কীভাবে এবং কাকে টিকা দেওয়া হবে তা যাচাই-বাছাই করা হয়।
করোনা ভাইরাসে ভারত বেশ কাবু হয়েছে। বড় দেশ ও বড় অর্থনীতির দেশ হিসেবে সব কিছু সামাল দিতে হিমশিম খেতে হয়েছে। এমন পরিস্থিতিতে টিকা অনুমোদনের খবর বেশ আশাব্যঞ্জক। তবে প্রথমেই সর্বস্তরে টিকা নিশ্চিত করা হবে না। প্রথমত যারা ঝুঁকিতে আছেন, যেমন বয়স্ক ও স্বাস্থ্যকর্মী তাদের প্রথম টিকা দেওয়া হবে। এর পর পর্যায়ক্রমে সবাইকে টিকার আওয়তায় আনা হবে।
সূত্র: এনডিটিভি
আডি/ ০১ জানুয়ারি