জাতীয়

কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটিতে মাশরাফি

ঢাকা, ০১ জানুয়ারি – বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, ক্রিকেটার ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) মাশরাফি বিন মর্তুজাকে ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য করা হয়েছে ।

বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটিতে চেয়ারম্যান হিসেবে থাকছেন অধ্যাপক খন্দকার বজলুল হক। সদস্য সচিব থাকছেন দেলোয়ার। এই উপ কমিটিতে মাশরাফি ছাড়াও আরও ছয়জন সংসদ সদস্যকে রাখা হয়েছে।

তারা হলেন-পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী, দীপংকর তালুকদার, জাফর আলম, আমিরুল আলম মিলন, নাহিদ ইজাহার খান ও মমতাজ বেগম। এছাড়াও উপ-কমিটিতে বিশেষজ্ঞ হিসেবেও ১৭ জনকে রাখা হয়েছে।

আরও পড়ুন : ভাস্কর্য ইস্যুতে কওমি নেতাদের ৫ প্রস্তাব

আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটিতে এদের অন্তর্ভুক্ত করার জন্য লিখিতভাবে প্রস্তাব করা হলে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর ) দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনুমোদন দিয়েছেন।

সুত্র : বাংলাদেশ প্রতিদিন
এন এ/ ০১ জানুয়ারি

Back to top button