জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব না হলে ডিজিটাল পদ্ধতিতে পাঠদান চলবে

ঢাকা, ৩১ ডিসেম্বর- করোনাভাইরাস পরিস্থিতিতে যতদিন স্কুল খোলা সম্ভব হচ্ছে না ততদিন ডিজিটাল পদ্ধতিতে পাঠদান চলবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি বই বিতরণ উৎসব উদ্বোধনের সময় এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, করোনার কারণে ১৬ জানুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। স্কুল খোলা সম্ভব না হলে ডিজিটাল পদ্ধতিতে পাঠদান চলবে। ভর্তির ব্যবস্থাটাও অনলাইনে চলবে।

অভিভাববদের উদ্দেশে তিনি বলেন, আপনারা ছেলেমেয়েদের সময় দেবেন। তারা যেন খেলাধুলা করতে পারের সেই ব্যবস্থা করবেন। তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন।

সূত্র: সমকাল

আর/০৮:১৪/৩১ ডিসেম্বর

Back to top button