পশ্চিমবঙ্গ

সৌরভ যেন রাজনীতিতে যোগ না দেয়: অশোক ভট্টাচার্য

কলকাতা, ৩০ ডিসেম্বর- ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক কি গেরুয়া রাজনৈতিক ঘেরাটোপে? এই প্রশ্ন ঘুরছে বঙ্গ রাজনীতি ছাড়িয়ে দেশের সর্বত্র।

নির্বাচনের আগে এই গুঞ্জন ছডিয়েছে তাতে মহারাজ নিজে মুখ খোলেননি। তবে সৌরভ গাঙ্গুলির হয়ে ফের ব্যাট ধরলেন শিলিগুড়ির সিপিআইএম বিধায়ক ও সেখানকার পুর নিগমের প্রশাসক অশোক ভট্টাচার্য।

প্রাক্তন পুর ও নগরন্নোয়ন মন্ত্রী তাঁর ফেসবুকে লিখেছেন, “আজ সৌরভ গাঙ্গুলির বাড়িতে বসে সৌরভ আর ডোনার সাথে অনেক গল্প হলো । শিলিগুড়ির খবর, ক্রিকেট নিয়ে আলোচনা হলো । আমি ইলেকশনে লড়ছি কিনা তাও জানতে চাইলো । তার জন্যে আগাম শুভেচ্ছাও জানিয়ে রাখলো ।

রাজনীতির কথা প্রসঙ্গে আমার মত,ওর রাজনীতিতে যুক্ত না হওয়া, তাও বলেছি । কথা প্রসঙ্গে বলেছি ক্রিকেট ওকে জন প্রিয়তার তুঙ্গে নিয়ে গেছে । দেশের মানুষ চায় তা যেন অব্যাহত থাকে । ওর সাথে শিলিগুড়ির ক্রিকেট নিয়েও কথা হয় । ও সব রকম সহযোগিতা করবে । একবার এসব নিয়ে কথা বলতে শিলিগুড়িতে আসবে । তখন আমাদের বাড়িতে গিয়ে ওর কাকিমার সাথে দেখা কোরে আসবে বললো । ছবিটা তুলেছে ডোনা ।”

সূত্র: কলকাতা২৪x৭

আর/০৮:১৪/৩০ ডিসেম্বর

Back to top button