দক্ষিণ এশিয়া

‘মোটিভেশনাল স্পিকারের’ বিরুদ্ধে স্ত্রীকে মারধরের অভিযোগ

নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর – বিয়ের এক মাস যেতে না যেতেই পারিবারিক সহিংসতার অভিযোগ উঠল ভারতের জনপ্রিয় ইউটি‌উবার বিবেক বিন্দ্রার বিরুদ্ধে। তার বিরুদ্ধে মামলাও হয়েছে থানায়।

বিবেকের বিরুদ্ধে অভিযোগ বিলাসবহুল যে বহুতলে এই ইউটিউবার থাকেন, সেখানেই তিনি তার স্ত্রী ইয়ানিকাকে মারধর করেছেন। কয়েক দিন আগে বিবেক এবং তার মায়ের উত্তপ্ত বাগ্‌বিতণ্ডা শুরু হয়। ইয়ানিকা মধ্যস্থতা করতে গেলে বিবেক তাকে মারধর করেন। মারধরের কারণে ইয়ানিকা গুরুতর চোট পেয়েছেন।

চলতি মাসেই বিয়ে করেছেন বিবেক ও ইয়ানিকা।

বিবেক ভারতের এক জন জনপ্রিয় ‘মোটিভেশনাল স্পিকার’। একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানও রয়েছে তার। বিবেক তার ব্যবসার ভিডিও এবং প্রেরণামূলক বক্তৃতার ভিডিওর কারণে ইউটিউব এবং সমাজমাধ্যমে বিখ্যাত। বহু মানুষ বিবেকের ব্যবসা সম্পর্কিত উপদেশ মেনে চলেন। ইউটিউবে বিবেকের সাবস্ক্রাইবারের সংখ্যা ২ কোটির বেশি। ইউটিউব থেকে বছরে কোটি কোটি টাকা আয় করেন তিনি।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৩ ডিসেম্বর ২০২৩

Back to top button