জাতীয় শরীর গঠনে চ্যাম্পিয়ন আনসার
ঢাকা, ৩০ ডিসেম্বর- জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়াম ভিড়ে ভিড়াক্কার। প্রতিযোগীরা তো আছেনই। এসেছেন তাদের স্বজনরাও। বাইরে বারান্দায় জিমের যন্ত্র রাখা। সেখানে অনুশীলন করছেন বডিবিল্ডাররা।
এরপর আসছেন প্রতিযোগিতায়। বঙ্গবন্ধু জাতীয় শরীর গঠনে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। মঙ্গলবার শেষ দিনে সাতটি স্বর্ণসহ ১৭২ পয়েন্ট পেয়ে সেরা হয়েছেন তারা। চট্টগ্রামের মানস জিম রানার্সআপ।
খেলা শেষে বিজয়ীদের গলায় পদক পরিয়ে দেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া। এ সময় আনসারের সহকারী পরিচালক রায়হান উদ্দিন ফকির, পৃষ্ঠপোষক ভিআইপি স্পোর্টস অ্যান্ড ফিটনেসের মোতালেব খান এবং শরীর গঠন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক মিস্টার বাংলাদেশ মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী ও আনসারসহ ২০৬টি বডিবিল্ডিং ক্লাব ও জিমনেশিয়ামের ৫১৬ জন বডিবিল্ডার অংশ নেন।
সূত্র: যুগান্তর
আডি/ ৩০ ডিসেম্বর