এশিয়া

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ভিয়েতনাম সফরে যাচ্ছেন

বেইজিং, ০৮ ডিসেম্বর – চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী ১২ ও ১৩ ডিসেম্বর ভিয়েতনাম সফর করবেন। সফরকালে তিনি ভিয়েতনামের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা করবেন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। শির সফরের বিষয়টি ভিয়েতনামের কমিউনিস্ট পার্টিও নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এক প্রেস ব্রিফিংয়ে বলেন, রাজনৈতিক নিরাপত্তা, বহুপক্ষীয় ও সামুদ্রিক ইস্যু নিয়ে আলোচনায় জোর দেওয়ার পাশাপাশি কৌশলগত সহযোগিতার ত্বরান্বিত করবেন তারা।

চীন ও ভিয়েতনাম—দুই দেশই দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে চাইছে। এ জন্য শি জিনপিংয়ের সফরের আগে বেশ কয়েক জন চীনা কর্মকর্তা ভিয়েতনাম সফর করেছেন।

ভিয়েতনামের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার হলো চীন। দেশটির নির্মাণ খাতসংশ্লিষ্ট জিনিসপত্রের বড় একটি অংশের জোগান দিয়ে থাকে বেইজিং। গত অক্টোবরে ভিয়েতনামের দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তাকে শি বলেছেন, দুই দেশের ঐতিহ্যগত বন্ধুত্বের ‘মূল উদ্দেশ্য’ ভুলে যাওয়া উচিত হবে না।

ভিয়েতনামসহ দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা করে চলেছে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র। কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে ব্যাপক কৌশলগত অংশীদারত্বে নিয়ে যায় ভিয়েতনাম। এর মাধ্যমে একসময়ের শত্রু ওয়াশিংটনকে বেইজিং ও মস্কোর সমপর্যায়ে নিয়ে গেছে হ্যানয়।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং বলেন, এই বছরের শুরু থেকে চীন ও ভিয়েতনাম ঘন ঘন উচ্চপর্যায়ের মতবিনিময় করেছে। বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠ মতবিনিময় হয়েছে। সহযোগিতা জোরদারও অব্যাহত রেখেছে। দুই দেশের মধ্যে গভীর সহযোগিতা এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখতে সাহায্য করবে।

সূত্র: কালবেলা
আইএ/ ০৮ ডিসেম্বর ২০২৩


Back to top button