জাতীয়

অবরোধের প্রভাব নেই রাজধানীতে, যান চলাচল স্বাভাবিক

ঢাকা, ০৬ ডিসেম্বর – আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে আবারও শুরু হয়েছে ৪৮ ঘণ্টার অবরোধ। বিএনপিসহ সমমনাদের ডাকা ১০ দফার এ অবরোধ আজ বুধবার ভোর ৬টা থেকে চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত।

তবে রাজধানীতে অবরোধের কোনো প্রভাব নেই। জনজীবন স্বাভাবিক রয়েছে। অন্যান্য দিনের মতো গণপরিবহন চলাচল করছে। অনেক সময় সড়কে যানজট সৃষ্টি হচ্ছে।

সকাল থেকে তিনটি টার্মিনালই ছেড়ে যাচ্ছে বিভিন্ন কোম্পানির দূরপাল্লার বাস। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন রয়েছেন পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

প্রসঙ্গত, ঢাকায় গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে ঘিরে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য নিহত হন। পরদিন ২৯ অক্টোবর হরতাল পালন করে বিএনপি। এরপর বিভিন্ন মেয়াদে এ নিয়ে ১০ বার অবরোধের ডাক দিলো দলটি।

সূত্র: আমাদের সময়
আইএ/ ০৬ ডিসেম্বর ২০২৩

Back to top button