জাতীয়

আগামী বুধ ও বৃহস্পতিবার জামায়াতের অবরোধ, রোববার মানববন্ধন

ঢাকা, ০৪ ডিসেম্বর – আগামী বুধ (৬ ডিসেম্বর) ও বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) অবরোধ এবং এবং রোববার (১০ ডিসেম্বর) মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

পাশাপাশি রাজধানীসহ সারাদেশে নেতাকর্মীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম সোমবার (৪ ডিসেম্বর) এক বিবৃতিতে বলেন, আজ্ঞাবহ নির্বাচন কমিশন জনগণের সেন্টিমেন্টকে অগ্রাহ্য করে ফরমায়েশি তফসিল ঘোষণা করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। নির্বাচন কমিশন মূলত দেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। দলীয় লোকদেরকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে এবং ডামি প্রার্থী ঘোষণা করে সরকার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিজেদের দলীয় নির্বাচনে পরিণত করেছে। এভাবে তালগোল পাকিয়ে জোড়াতালি দিয়ে নির্বাচনকে অংশগ্রহণমূলক ও বৈধ করার অপচেষ্টা গণতন্ত্রের প্রতি প্রহসন ও হাস্যকর ছাড়া আর কিছুই নয়।

তিনি বলেন, কোনোরকম শুনানি ছাড়াই জামায়াতের নিবন্ধন সংক্রান্ত আপিল মামলাটি খারিজ করে দেওয়া হয়েছে। এর মাধ্যমে আওয়ামী লীগের বাকশালি চরিত্রই ফুটে উঠেছে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য মরিয়া হয়ে উঠেছে। জামায়াতসহ বিরোধীদলের অসংখ্য নেতাকর্মীকে বন্দি করে রাখা হয়েছে। গণগ্রেপ্তার চালিয়ে সারাদেশে ত্রাস সৃষ্টি করা হয়েছে। জুলুম-নির্যাতন চালিয়ে নেতাকর্মীদের ঘরছাড়া করা হয়েছে।

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আতাউর রহমান ও ঢাকা মহানগর দক্ষিণের যাত্রাবাড়ী পূর্ব সাংগঠনিক থানার সেক্রেটারি হাফেজ মুজাহিদুল ইসলামসহ গত ২৪ ঘণ্টায় সারাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৬ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত নিঃশর্ত মুক্তি দাবি জানান তিনি।

তিনি বলেন, দেশকে ধ্বংসের হাত থেকে উদ্ধারের লক্ষ্যে জামায়াতের নিবন্ধন সংক্রান্ত মামলায় ন্যায়ভ্রষ্ট আদেশ ও ফরমায়েশি একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে এবং জালিম সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সব রাজবন্দি ও ওলামা-মাশায়েখের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে আমি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সারাদেশে আগামী ৬ ডিসেম্বর (বুধবার) ভোর ৬টা থেকে ৮ ডিসেম্বর (শুক্রবার) ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি ঘোষণা করছি।

সেই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে আগামী ১০ ডিসেম্বর রোববার সারাদেশে জেলায় জেলায় মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করছি। ঘোষিত সব কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য আমি জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৪ ডিসেম্বর ২০২৩

Back to top button