জাতীয়

কারা হেফাজতে নভেম্বরে ১১ জনের মৃত্যু

ঢাকা, ০১ ডিসেম্বর – সদ্য সমাপ্ত নভেম্বর মাসে কারা হেফাজতে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজনৈতিক সহিংসতার ৩৫টি ঘটনায় ২৬৬৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

দেশের ১২টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে তৈরি করা এক প্রতিবেদনে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ তথ্য জানায়।

প্রতিবেদনে সংগঠনটি বলছে, নভেম্বরে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া খেয়ে ১ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। পোশাক কারখানায় অসন্তোষের ঘটনায় ৪ জন নিহত হয়েছেন, ৪১টি মামলায় ১৬ হাজার ৫০০ জনকে আসামি করা হয়েছে।

এ মাসে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে ১১৫টি মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ২৬৬৩ জনকে।

এ মাসে দেশের বিভিন্ন স্থান থেকে ২৬টি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করা হয়েছে। এসব লাশের বেশির ভাগই ডোবা, খাল, নদীতে ভাসমান, বস্তাবন্দি, মহাসড়কের পাশে, ব্রিজ ও রেললাইনের নিচ থেকে উদ্ধার করা হয়েছে।

নভেম্বর মাসে রাজনৈতিক সহিংসতায় মারা গেছেন ৪ জন। আহত হয়েছেন ২৬০ জন। এ সময়ে ৩০৬টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। যার মধ্যে ধর্ষণের ঘটনা ৪৩টি, সংঘবদ্ধ ধর্ষণ ৮টি। এ মাসে ৮২ জন নারী ও শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ৬৯ জন নারী আত্মহত্যা করেছেন। নভেম্বর মাসে ১৩টি গণপিটুনির ঘটনায় ৮ জন নিহত ও ১০ জন আহত হয়েছে।

প্রতিবেদনে সংস্থাটি জানায়, এসময়ে অত্যন্ত উদ্বেগ-আতঙ্কের বিষয় ছিল হেলমেট ও মুখোশ পরে গুপ্ত হামলা ও হত্যার মতো ঘটনা।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০১ ডিসেম্বর ২০২৩

Back to top button