রওশনের জন্য রাখা আসনে প্রার্থী দিলো জাপা
ঢাকা, ২৯ নভেম্বর – জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের জন্য ফাঁকা রাখা ময়মনসিংহ-৪ আসনে প্রার্থী দিয়েছে দলটি।
বুধবার (২৯ নভেম্বর) এ আসনের প্রার্থীর নাম জানিয়েছে দলটি। এর আগে সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশ করে দলটি। বিষয়টি জানিয়েছেন জাপার যুগ্মদপ্তর সম্পাদক মাহমুদ আলম।
তিনি বলেন, ম্যাডামের জন্য রাত ৯টা পর্যন্ত অপেক্ষা করা হয়েছে। কেউ তার মনোনয়ন নিতে আসেননি। বুধবার (৩০ নভেম্বর) যেহেতু মনোনয়ন জমা দেওয়ার শেষদিন তাই যেন আসন খালি না থাকে সেই জন্য ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু মুসা সরকারকে মনোনয়ন দেওয়া হয়েছে। ম্যাডাম মনোনয়ন নিলে ওনাকে প্রত্যাহার করতে বলবো।
আবু মুসা সরকার ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৯ নভেম্বর ২০২৩