হবিগঞ্জ

সিলেটে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বন্ধ

হবিগঞ্জ, ২২ নভেম্বর – হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে তেলবাহী ট্রেনের দুই বগি লাইনচ্যুত হয়েছে । বুধবার (২২ নভেম্বর) রাত আটটায় বাহুবল উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। এতে সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মীর সাব্বির আলী গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।

এসআই সাব্বির আলী জানান, লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য রিলিফ ট্রেন আনা হচ্ছে। ঘটনাস্থলে কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রেলওয়ের একটি সূত্র জানায়, হবিগঞ্জের বাহুবলের বিভিন্ন স্থানে রেল লাইন থেকে স্লিপারের নিরাপত্তা ক্লিপ চুরি হওয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার কারণ হতে পারে। সম্প্রতি রেলপথ থেকে চুরি হওয়া স্লিপারের নিরাপত্তা ক্লিপসহ একজনকে স্থানীয় লোকজন আটক করেছিল। ওই ঘটনায় শায়েস্তাগঞ্জ জংশনের ঊর্ধ্বতন উপ-প্রকৌশলী (পথ) সাইফুল্লাহ রিয়াদ বাদী হয়ে মামলা করেছিলেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২২ নভেম্বর ২০২৩

Back to top button