জাতীয়

হরতাল শেষে অবরোধে ফিরল বিএনপি, ফের বিরতি মঙ্গলবার

ঢাকা, ২০ নভেম্বর – হরতালের পর একদিন বিরতি দিয়ে আবারও অবরোধ ডেকেছে বিএনপি। আগামী বুধবার ভোর ৬টা থেকে দেশব্যাপী এ সর্বাত্মক অবরোধ ডাকে বিএনপি।

সোমবার (২০ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

ঘোষণা অনুযায়ী, ২২ ও ২৩ নভেম্বর ২০২৩ যথাক্রমে বুধ ও বৃহস্পতিবার ৬ষ্ঠ দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন রিজভী।

২৯ অক্টোবর থেকে দেশব্যাপী পাঁচ ধাপে ১১ দিন অবরোধ এবং একদিন হরতাল পালন করে বিএনপি ও তাদের মিত্ররা।

এরপর সবশেষ রোববার (১৯ নভেম্বর) সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে দলটি, যা আজ মঙ্গলবার সকাল ৬টায় শেষ হবে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২০ নভেম্বর ২০২৩

Back to top button