ক্রিকেট

রোববার সকালে দেশে ফিরছে বাংলাদেশ দল

ঢাকা, ১১ নভেম্বর – অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটের হার দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ দলের ২০২৩ বিশ্বকাপ মিশন। অজিদের বিপক্ষে হারলেও বেশ নির্ভর হয়েই মধ্যরাতে দেশের বিমান ধরবে টাইগার বাহিনী। আগামীকাল স্বাগতিক ভারতের বিপক্ষে নেদার‌ল্যান্ডস হারলেই ২০২৫ সালে পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।

শনিবার (১১ নভেম্বর) পুনেতে ৩০৬ রান তুলেও মিশেল মার্শের অপরাজিত ১৭৭ রানের তাণ্ডবে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। বিশ্বকাপ অধ্যায় শেষ হওয়ায় ভোর ৪টায় দেশে ফিরে আসছে শান্ত-মিরাজরা।

আজ রাতে ঢাকার বিমান ধরবে টাইগাররা। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, রাত ১টার ফ্লাইটে পুনে থেকে দেশের পথে রওনা হবে বাংলাদেশ দল। তবে ধারণা করা হচ্ছে, দলের সঙ্গে বিদেশি কোচরা আসবেন না। নিজ নিজ দেশে ফিরে যাবেন অ্যালান ডোনাল্ড-নিক পোথাসরা। তবে আইসিসির ব্যবস্থাপনায় দেশের বিমান ধরবে বাংলাদেশ দল।

রাত ১টায় চার্টার্ড ফ্লাইট পুনে থেকে রওনা দেবে বাংলাদেশ। ভোর ৪টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে লিটন-শান্তরা। বিশ্বকাপের রাউন্ড রবিন লিগ শেষে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার চেয়ে নেট রানরেটে এগিয়ে থাকায় আগামীকাল ভারতের বিপক্ষে নেদারল্যান্ডস হারলেই নিশ্চিত হবে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি খেলা।

দেশে ফেরার পর কিছুদিন বিশ্রামে থাকবেন ক্রিকেটাররা। এরপর চলতি মাসের শেষ দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে প্রস্তুতি শুরু করবেন টাইগাররা।

সূত্র: কালবেলা
আইএ/ ১১ নভেম্বর ২০২৩

Back to top button