২০ বছরের চেষ্টাতেও মেলেনি পছন্দের পাত্র, শেষে নিজেকেই বিয়ে তরুণীর!
জাঁকজমকভাবে বিয়ে করবেন- এই স্বপ্ন অনেক তরুণীই দেখে থাকেন। বছরের পর বছর ধরে অপেক্ষা করতে থাকেন মনের মতো একজনকে বিয়ে করবেন বলে। কিন্তু তাই বলে উপযুক্ত বরের জন্য ২০ বছর ধরে অপেক্ষা করেছেন যুক্তরাজ্যের এক তরুণী। বুনেছিলেন নানা স্বপ্ন। তবে তার সব স্বপ্নেই যেন ফিকে হয়ে গেছে, মেলেনি উপযুক্ত পাত্র।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ ২০ বছর ধরে সঠিক বরের জন্য অপেক্ষার পর তা না পাওয়ায় নিজেকেই শেষমেশ বিয়ে করেছেন। তিনি দেশটির সাফোকের ফেলিক্সস্টোতে হারভেস্ট হাউসে তার বন্ধুদের আমন্ত্রণ জানিয়ে নিজেকে বিয়ে করেছেন।
বিবিসি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ৪২ বছর বয়সী সারাহ উইলকিনসন জানান, নিজের বিয়েতে তিনি জমানো ১০ হাজার পাউন্ড খরচ করেছেন। গত ৩০ সেপ্টেম্বর নিজের অভিনব বিয়ের সাক্ষী হতে পরিবারের সদস্য ও বন্ধুবান্ধব মিলিয়ে ৪০ জনকে নিমন্ত্রণ করেন। ওইদিন রাতে স্থানীয় টেনিস ক্লাবে আয়োজিত বিয়ের পার্টিতে আরও ৪০ জন ব্যক্তি যোগ দিয়েছিলেন।
সারাহ বলেন, এটাকে রীতি মাফিক বিয়ে বলবেন না অনেকে। কিন্তু এটাই ছিল আমার বিয়ের দিন। বিয়ের জন্য জমানো অর্থই খরচ করেছি আমি। কেউ আমার হাসি কেড়ে নিতে পারবে না।
উইলকিনসন বিবিসিকে আরও বলেছেন, আমি মনের মতো জীবন সঙ্গী খুঁজে পাইনি, তবে নিজের বিয়ের দিনটি কেন মিস করব? যে টাকা আমি আমার বিয়ের জন্য সঞ্চয় করেছি, সেই টাকা কেন খরচ করব না? বিয়েটা সবার কাছে অদ্ভুত মনে হলেও, উপস্থিত সকলেই বেশ মজা করেছেন, জমিয়ে উপভোগ করেছেন।
আইএ