ফুটবল

বড় দিনে পার্টি করে বিপাকে নেইমার

মহামারী করোনাভাইরাসের মধ্যে পার্টি দিয়ে সমালোচনার মুখে পড়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার।

শুক্রবার বড়দিন উপলক্ষে ব্রাজিলের রিও ডি জেনিরোয় নিজের প্রাসাদোপম বাড়িতে পার্টির আয়োজন করেন পিএসজি ফরোয়ার্ড নেইমার।

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে এক লাখ ৯০ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। অথচ সেই দেশে মহামারীর মধ্যে পার্টি করেছেন নেইমার। তার এমন আচরণ ভালোভাবে নেননি ব্রাজিলিয়ানরা।

নেইমারের পার্টিতে অতিথিদের মনোরঞ্জনের জন্য ছিল ব্যান্ড সঙ্গীতের আয়োজন। অতিথিরা দীর্ঘ সময় পার্টি করার জন্য নেইমারের বাড়ির আন্ডারগ্রাউন্ড ডিস্কোয় অবস্থান করেন। ডিস্কোর তুমুল হইচই যেন প্রতিবেশীদের বিরক্ত না করে সেজন্য ছিল শব্দ নিরোধকের ব্যবস্থাও।

আরও পড়ুন- করোনায় ২০২১ সালের বিশ্বকাপ বাতিল

আমন্ত্রিত অতিথিদের মধ্যে কেউ যেন ভিডিও ধারণ করতে না পারেন সেজন্য পার্টিতে মোবাইল ফোন নিষিদ্ধ করেন নেইমার। পুরো আয়োজনের বিস্তারিত স্থানীয় সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’তে প্রকাশিত হওয়ার পর নেইমারের তীব্র সমালোচনা চলছে ব্রাজিলে।

সূত্র: যুগান্তর
আডি/ ২৮ ডিসেম্বর

Back to top button