জাতীয়

গ্রাহকের ৪০ কোটি টাকা অনলাইনে ফেরতের পরিকল্পনা তিতাসের

সঞ্চিতা সীতু

ঢাকা, ২৭ ডিসেম্বর- গ্রাহকদের ডিমান্ড নোটের টাকা অনলাইনে ফেরত দেওয়ার চিন্তা করছে তিতাস গ্যাস বিতরণ কোম্পানি। সব মিলিয়ে আবাসিকের ৫৬ হাজার গ্রাহকের ৪০ কোটি টাকা তিতাসের কাছে জমা রয়েছে। জ্বালানি বিভাগের আদেশের পর তিতাস থেকে স্থানীয় অফিসের জিএমদের সঙ্গে বৈঠক করে গ্রাহকদের টাকা ফেরত দিতে বলা হয়েছে।

তিতাস গ্যাস বিতরণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আলী ইকবাল মো. নূরুল্লাহ বলেন, টাকা আমাদের ফেরত দিতেই হবে। আমরা আজ বলেছি কিভাবে টাকা ফেরত দেয়া যায় তার উপায় বের করতে। তিনি বলেন, আমার চিন্তা অনলাইনে ফেরত দেওয়ার। এতে গ্রাহকদের হয়রানি কম হবে।

ব্যবস্থাপনা পরিচালক বলেন, ৫৬ হাজার গ্রাহকের বিপরীতে ৪০ কোটি টাকা জমা রয়েছে। ইতোমধ্যে তারা তালিকা চূড়ান্ত করেছে।

আরও পড়ুন- ডিজিটাল যুগেও অনলাইনের আওতায় আসেনি ব্যাংকের ৮১ শাখা

গত বছর মে মাসে গৃহস্থালিতে আর সংযোগ না দেওয়ার আদেশ জারি করে জ্বালানি বিভাগ। এরপর থেকে আবাসিক, সিএনজি এবং বাণিজ্যিক সংযোগ বন্ধ থাকলেও গ্রাহকদের আবেদন এবং ডিমান্ড নোটের টাকাও নিয়েছে গ্যাস বিতরণ কোম্পানিগুলো। এখন সেগুলো ফেরত দেওয়া হচ্ছে।

সূত্র: বাংলা ট্রিবিউন
আডি/ ২৭ ডিসেম্বর

Back to top button