হাসপাতালের প্রধানকে দিয়ে টয়লেট পরিষ্কার করালেন এমপি
নয়াদিল্লি, ০৩ অক্টোবর – সরকারি এক হাসপাতালের টয়লেট পরিষ্কার করলেন হাসপতাল প্রধান (ডিন) নিজেই। স্থানীয় সংসদ সদস্যের (এমপি) নির্দেশে তিনি এই কাজ করেন। ভারতের মহারাষ্ট্রের এক হাসপাতালে ঘটেছে এমন ঘটনা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই হাসপাতালে ৪৮ ঘণ্টায় ৩১ রোগীর মৃত্যুর পর প্রশ্ন উঠে এর প্রশাসন নিয়ে। স্থানীয় সংসদ সদস্য শিব সেনা নেতা হেমান্ত পাতিল শানকারাও চাভান নামে হাসপাতালটি পরিদর্শনে যান। গিয়ে দেখেন হাসপাতালটি অত্যন্ত নোংরা। রোগীদের থাকার অবস্থা নেই।
পরিদর্শনের এক পর্যায়ে হাসপাতালে নোংরা টয়লেটে চোখ পরে হেমান্ত পাতিলের। সঙ্গে সঙ্গে তিনি ডিনকে ধরে আনার নির্দেশ দেন এবং তা পরিষ্কার করতে বলেন। সেই ভিডিও ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, হেমান্ত পাতিল একটি পাইপ ধরে আছেন এবং ডিন টয়লেট পরিষ্কার করছেন। তার হাতে ছিল ঝাড়ু ও বোতল। হেমান্ত নিজেও সেখানে পাইপ দিয়ে পানি দিচ্ছিলেন। ময়লা পানি কমোডে ফেলে দিচ্ছিলেন ডিন।
এর আগে সোমবার ২৪ ঘণ্টায় ২৪ জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষোভের জন্ম নেয়। ৪৮ ঘণ্টার মধ্যে এই মৃ্ত্যু দাঁড়ায় ৩১ জনে। সেখানে থাকা ৭১ জনের অবস্থা আশঙ্কাজনক। তবে কোনোরকম গাফিলতির অভিযোগ উড়িয়ে দিয়েছেন ডিন ওয়াকোড়ে। তিনি দাবি, করেন রোগীদের যথার্থ চিকিৎসা দেওয়া হয়েছে।
সূত্র: আমাদের সময়
আইএ/ ০৩ অক্টোবর ২০২৩