জাতীয়

১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে মারুবিনি-ইজিসিবি

ঢাকা, ০৩ অক্টোবর – রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) জাপানের মারুবিনির কর্পোরেশনের সঙ্গে যৌথ উদ্যোগে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করার উদ্যোগ নিয়েছে।

এ লক্ষ্যে মঙ্গলবার রাতে রাজধানীর একটি হোটেলে দুপক্ষের মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে। প্রতিষ্ঠান দুটির যৌথ অংশীদারত্বে একটি যৌথ মূলধনী কোম্পানি গঠনের পর কেন্দ্রটি নির্মিত হবে।

ফেনীর সোনাগাজিতে ১০০ মেগাওয়াট ক্ষমতার ওই কেন্দ্র নির্মাণ করা হবে বলে ইজিসিবি জানিয়েছে।

ইতোমধ্যে কেন্দ্রটির জন্য জমি অধিগ্রহণ শেষ করেছে ইজিসিবি। এখন কেন্দ্রের বিদ্যুতের দাম নির্ধারণ নিয়ে পিডিবির সঙ্গে আলোচনা চলছে। কেন্দ্রটির নির্মাণকাজ আগামী বছর শেষ করতে চায় ইজিসিবি।

বর্তমানে সোনাগাজীতে ইজিসিবির নির্মানাধীন একটি সৌর বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে। আগামী মাসের মধ্যে কেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদনে আসতে পারে। কেন্দ্রটি প্রথমে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করলেও এখন সেটি ১০০ মেগাওয়াটে উন্নীত করা হচ্ছে।

ইজিসিবি সূত্র জানায়, সোনাগাজীতে এখন যে কেন্দ্রটি নির্মাণ করা হচ্ছে, সেখানে কেন্দ্রের সোলার প্যানেলের উচ্চতা কমিয়ে চারপাশে বেড়িবাঁধ দেওয়া হয়েছে। এর কারণ হিসাবে বলা হয়েছে, সরাসরি ঝড় বা জলোচ্ছ্বাস কেন্দ্রটিকে আঘাত করতে পারবে না। শুরুতে বেড়িবাঁধে আঘাত করবে, এরপর তা কেন্দ্রের মধ্যে আসবে। কোনও কারণে জলাবদ্ধতা তৈরি হলে তা নিষ্কাশনেরও ব্যবস্থা রাখা হয়েছে।

মন্ত্রণালয় সূত্র বলছে, সরকার দ্রুত সৌর বিদ্যুৎ উৎপাদন বাড়াতে চাইছে। এ জন্য বিদেশি বিভিন্ন কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে কেন্দ্র নির্মাণের চেষ্টা করা হচ্ছে। এতে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা বাড়ছে, যা দেশের ডলার সংকট দূর করতে সহায়ক হবে।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ০৩ অক্টোবর ২০২৩

Back to top button