অপরাধ

আইফোন কেনার জন্য চু্রি, মিরপুরে কলেজশিক্ষার্থী গ্রেপ্তার

ঢাকা, ০২ অক্টোবর – রাজধানীর মিরপুর এলাকা থেকে চুরির অভিযোগে মোহাম্মদ ইমন নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ স্বর্ণ ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

মিরপুর শপিং কমপ্লেক্সের সামনে থেকে মোহাম্মদ ইমনকে গ্রেপ্তার করা হয়। পরিবার আইফোন কেনার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে চুরির পথ বেছে নেন ইমন বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার ইমন হারুন মোল্লা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

সোমবার দুপুরে মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন জিজ্ঞাসাবাদে ইমনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বলেন, ইমন আইফোন কেনার জন্য বাসা থেকে চুরি করেন।

ওসি জানান, গত ২৮ সেপ্টেম্বর বিকেলে মিরপুর মডেল থানার পূর্ব মনিপুরের একটি বাসার দ্বিতীয় তলায় চুরি হয়। ঘরের তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মোট চার লাখেরও বেশি টাকার মালামাল চুরি হয়। পরে পাশের একটি দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ইমনসহ দুইজনকে শনাক্ত করা হয়। পরে রোবাবর মিরপুর শপিং কমপ্লেক্সের সামনে থেকে ইমনকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যে একটি স্বর্ণের ও একটি ডায়মন্ডের নাকফুল এবং চুরি করা স্বর্ণ বিক্রির ৯৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

ইমন জানান, তিনি পরিবারের কাছে আইফোন কেনার টাকা দাবি করেন। কিন্তু পরিবার তাকে টাকা দিতে অপারগতা প্রকাশ করে। এতে তিনি ক্ষিপ্ত হন এবং চুরির পরিকল্পনা করেন। পরে আরেক বন্ধুকে নিয়ে ওই বাসায় চুরি করেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০২ অক্টোবর ২০২৩

Back to top button