ব্যবসা

সেপ্টেম্বরে রপ্তানি আয় ৪৩১ কোটি ডলার, বেড়েছে ১০.৩৭ শতাংশ

ঢাকা, ০১ অক্টোবর – গত সেপ্টেম্বর মাসে বিশ্ববাজারে ৪৩১ কোটি ৩ লাখ ৩০ হাজার ডলারের পণ্য রপ্তানি করেছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। ২০২২ সালের একই মাসে পণ্য রপ্তানি হয়েছিল ৩৯০ কোটি কোটি ৫০ লাখ ডলারের। এ হিসেবে গত মাসে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৩৭ শতাংশ।

রপ্তানি আয় বৃদ্ধির জন্য বিশেষজ্ঞরা গার্মেন্টস পণ্যের রপ্তানি বৃদ্ধিকে মূল কারণ বলে মন্তব্য করছেন।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ পরিসংখ্যানে দেখা যায়, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ১ হাজার ৩৬৮ কোটি ৫৪ লাখ ৪০ হাজার ডলারের পণ্য রপ্তানি হয়েছে বাংলাদেশ থেকে।

২০২২-২৩ অর্থবছরের একই সময়ে পণ্য রপ্তানির অর্থমূল্য ছিল ১ হাজার ২৪৯ কোটি ৬৮ লাখ ৯০ হাজার ডলারের।। যাতে রপ্তানি আয় ৯ দশমিক ৫১ শতাংশ বেড়ে ১৩.৬৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

চলতি অর্থবছরে ৬২ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। গত অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় ছিল রেকর্ড ৫৫.৫৬ বিলিয়ন ডলার।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০১ অক্টোবর ২০২৩


Back to top button