ইউরোপ

স্পেনে নাইটক্লাবে ভয়াবহ আগুন, ৬ জনের মৃত্যু

মাদ্রিদ, ০১ অক্টোবর – স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মুরসিয়ায় একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার ভোরে ৬টায় আটালায়াস এলাকায় জনপ্রিয় টিয়েটার নাইটক্লাবে এই অগ্নিকাণ্ড হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের মৃতের তথ্য পাওয়া গেছে তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির জরুরি পরিষেবা সংস্থার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে। প্রচণ্ড ধোঁয়ার কারণে শ্বাস নিতে কষ্ট হওয়ায় প্রাথমিকভাবে চারজনকে হাসপাতালে নেয়া হয়েছে।

তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে প্রাথমিকভাবে জানা যায়নি। মেয়র হোসে ব্যালেস্তা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, তারা অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে কাজ করছেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০১ অক্টোবর ২০২৩

Back to top button