সিলেট

চলন্ত বাসে ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, প্রতিবাদে সিলেটে মানববন্ধন

সিলেট, ২৭ ডিসেম্বর- সিলেট থেকে ছেড়ে যাওয়া সুনামগঞ্জের দিরাইগামী চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে মানববন্ধন করেছে।

রোববার (২৭ ডিসেম্বর) বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় চলন্ত বাসে ধর্ষণের ঘটনা ঘটছে। চলন্ত বাসে চালক ও হেলপার একা পেয়ে শিক্ষার্থীসহ ও নারীদের ধর্ষণ করার চেষ্টা চালাচ্ছে। এখনই তাদের শাস্তির আওতায় না আনলে এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটতে থাকবে।

বক্তারা আরও বলেন, এই ধরনের অপরাধ সর্বোচ্চ শাস্তিযোগ্য অপরাধ। তাই এ ধরনের অপরাধীদের ফাঁসি দিয়ে সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। বক্তারা দোষীদের শাস্তির আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন মহলের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন।

আরও পড়ুন- ৪৯ বছর পর বিদ্যুতের আলোয় হাসল কমলগঞ্জের ৭৫ পরিবার

মানববন্ধনে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলার সভাপতি অ্যাডভোকেট প্রদীপ ভট্টাচার্যের সভাপতিত্বে ও ছাত্রনেতা সুজন পুরকায়স্থের পরিচালনায় বক্তব্য দেন, কলেজ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক জ্যোতিষ মজুমদার, পরিবেশ ও হাওড় উন্নয়নের সভাপতি কাশমির রেজা, কলেজ শিক্ষক পরিষদের সেক্রেটারি কামরুল আনাম চৌধুরী, সহ-সভাপতি কামরুজ্জামান চৌধুরী, পদোন্নতি বঞ্চিত প্রভাষক সমাজের মুখপাত্র এম. এ. মতিন, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম ফেঞ্চুগঞ্জ উপজেলা সেক্রেটারি মো. মাসুক মিয়া, কার্তিক বাবু, যুবলীগ নেতা শংকর চন্দ্র বৈষ্ণব, যুবলীগ নেতা মোমেন, ছাত্রলীগ নেতা দীপক অধিকারী, মোজাহিদ প্রমুখ।

সূত্র: জাগো নিউজ
আডি/ ২৭ ডিসেম্বর

Back to top button