মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

মুন্সীগঞ্জ, ২৯ সেপ্টেম্বর – মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনাকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসকে জেলায় অবাঞ্ছিত ঘোষণা করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।

স্থানীয়রা জানায়, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিকেলে শহরের মুক্তিযুদ্ধ কমপ্লেক্সর সামনে অনুষ্ঠানে আয়োজন করে পৌর মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব। অনুষ্ঠান স্থলে যোগ দিতে গজারিয়া উপজেলা থেকে নৌপথে আসেন নেতাকর্মীরা। এসময় শহরে হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় এমপির অনুসারী পৌর সেচ্ছাসেবকলীগ সহ-সভাপতিকে মনির হোসেনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ খান জিন্নাহ। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এসময় উভয়পক্ষের হামলায় সোহাগ, সাব্বির, সালাউদ্দিন, জামালসহ অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

পরে মেয়র ফয়সাল বিপ্লব, জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা এমপি মৃণাল কান্তি দাসের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

এ বিষয়ে মেয়র ফয়সাল বিপ্লব বলেন, নেতাকর্মীদের মারধর করেছে এমপি মৃণাল কান্তির লোকজন। প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে আগতদের ওপর যিনি হামলা চালায় তিনি আওয়ামী লীগের কেউ হতে পারে না।

মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস বলেন, শহরে তাদের অনুষ্ঠান থাকায় আমি গজারিয়া স্বেচ্ছাসেবক লীগের একটি অনুষ্ঠানে ছিলাম। সেখানেই সংঘর্ষের ঘটনা শুনেছি।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষ থেকে এখনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৯ সেপ্টেম্বর ২০২৩

Back to top button