জাতীয়

দুর্গাপূজায় ৩ দিনের সরকারি ছুটি ঘোষণার দাবি

ঢাকা, ২৯ সেপ্টেম্বর – সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্থায়ী ও অস্থায়ী মন্দিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি তিনদিনের সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

এছাড়া দ্রুত সংখ্যালঘু কমিশন বাস্তবায় এবং ডিজিটাল নিরাপত্তা আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করার দাবি জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির সভাপতি প্রভাস চন্দ্র রায় বলেন, আগামী ২০ অক্টোবর শারদীয় দুর্গাপূজা শুরু হবে। হিন্দু সম্প্রদায়কে পাঁচদিনব্যাপী ধর্মীয় কর্মযজ্ঞে ব্যস্ত থেকে ও ধর্মীয় রীতিনীতি মেনে পূজা সম্পাদন করতে হয়। কিন্তু দুর্গাপূজায় সরকারি ছুটি মাত্র একদিন। ফলে হিন্দু সম্প্রদায়ের অনেকেই পূজার শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে আনন্দ উদযাপন করতে পারেন না।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠিয়েও সদুত্তর পাওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, দুর্গাপূজা ও নির্বাচন এই দুটি বিষয় নিয়ে হিন্দু সম্প্রদায়ের অতীত অভিজ্ঞতা মোটেই সুখকর নয়। কারণ, পূজা ও নির্বাচনের আগে-পরে হিন্দু সম্প্রদায় ও তাদের স্থাপনার ওপর আঘাত করা হয়েছে। ২০২১ সালে দুর্গাপূজার আগে এবং বিশেষত পরে দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুর এবং হিন্দু সম্প্রদায়ের ওপর আঘাত হানা হয়েছে। আমরা চাই, এবারের পূজায় প্রতিটি স্থায়ী ও অস্থায়ী মন্দির ও মণ্ডপে সরকারি খরচে সিসি ক্যামেরার ব্যবস্থাসহ পূজা চলাকালীন নিরাপত্তা জোরদার করা হোক।

জোটের ৪টি দাবি হলো-

১. দুর্গাপূজায় তিনদিনের সরকারি ছুটি (অষ্টমী, নবমী ও দশমী) ঘোষণা করতে হবে।

২. প্রতিটি স্থায়ী ও অস্থায়ী পূজামণ্ডপে সরকারি খরচে সিসি ক্যামেরা স্থাপনের ব্যবস্থাসহ প্রতিটি মন্দিরে পূজার ১০ দিন আগে থেকে নিরাপত্তা জোরদার করতে হবে।

৩. সংখ্যালঘু সুরক্ষা আইন ও সংখ্যালঘু কমিশন গঠন এবং দ্রুত বাস্তবায়ন করতে হবে।

৪. ডিজিটাল নিরাপত্তা আইন সবার জন্য সমান প্রয়োগ করতে হবে।

জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি প্রভাস চন্দ্র রায়ের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি রনজিৎ কুমার মৃধা, তপন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আশীষ বাড়ই ও সঞ্জয় কুমার সাহা প্রমুখ।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৯ সেপ্টেম্বর ২০২৩

Back to top button