অপরাধ

বমি করে সবকিছু ছিনিয়ে নেয় তারা

ঢাকা, ২৮ সেপ্টেম্বর – রাজধানীর মিরপুরে সংঘবদ্ধ ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মিরপুর মডেল থানার ৬০ ফিটের মনিপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি ছুরি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন- এফ এম সাজ্জাদ হোসেন প্রকাশ সাগর (৩৮), মো. ওয়াসিম আকরাম (৩৫) ও মো. জাহিদুল ইসলাম (৩০)। তারা বমি করে অভিনব উপায়ে সবকিছু ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ৬০ ফিটের মনিপুর এলাকা থেকে সাগর, ওয়াসিম এবং জাহিদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাগরের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়টি এবং ওয়াসিমের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।

ওসি জানান, তারা তিনজন সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। সাগর এই দলের প্রধান। এই দলে সাতজন সদস্য রয়েছে। তারা তিনভাগে ভাগ হয়ে কাজ করে।

প্রথমে তারা কোনো বাসে উঠে। একজনকে টার্গেট করে তার ওপর বমি করে দেয়। দুই, তিনজন সেখানে হৈচৈ শুরু করে জটলা তৈরি করে। সুযোগ বুঝে ভিড়ের মধ্যে থেকে মানুষের মোবাইল, মানিব্যাগ নিয়ে বাইরে অপেক্ষমান বাকি সদস্যকে দেয়। এরপর সুযোগ বুঝে সবাই পালিয়ে যায়।

কাজের সুবিধার্থে তাদের নিজস্ব সাংকেতিক ভাষা আছে। তারা টার্গেটকে ডাকে মামা নামে, পুলিশকে লাতা নামে। এছাড়া দলনেতাকে মিস্ত্রী, সহযোগীকে তালবাজ কিংবা ঠেকো, গাড়িকে চাক্কা বলে।

ওসি আরও জানান, তারা নিজেদের গ্রুপের নাম দিয়েছে সেভেন স্টার। দলের সাত সদস্য সাত জেলার বাসিন্দা। তারা তিন বছর ধরে একসঙ্গে কাজ করলেও কেউই কারও বাসা চেনে না। ছিনতাই করা টাকা তারা তিন ভাগ করে। একভাগ দলনেতা, একভাগ তাদের মামলায় খরচের এবং একভাগ বাকি সদস্যদের মধ্যে বণ্টন করে।

সূত্র: সমকাল
এম ইউ/২৮ সেপ্টেম্বর ২০২৩

Back to top button