জাতীয়

নবনিযুক্ত প্রধান বিচারপতিকে তরবারি উপহার দিলেন ডিবি প্রধান হারুন

ঢাকা, ২৮ সেপ্টেম্বর – ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ তরবারি উপহার দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের মিলনায়তনে ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতির আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান বিচারপতির হাতে এ তরবারি তুলে দেন তিনি। মোহাম্মদ হারুন অর রশীদ বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, প্রধান বিচারপতিকে বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান। আমাদের গর্বের ও অহংকারের নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ।

তিনি আরও বলেন, ছয়টি জেলাকে নিয়ে বৃহত্তর ময়মনসিংহের রূপান্তর হলেও ইতিহাস, শিল্প, সমৃদ্ধ জীবন সংস্কৃতির অবিনাশী প্রেক্ষাপটের ব্যাপ্তি এবং বিশালতায় একই সূত্রে গাঁথা।

এই মিলন বন্ধনকে আরও বেগবান করার জন্য বৃহত্তর ময়মনসিংহের স্বপ্ন যাত্রা শুরু হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৮ সেপ্টেম্বর ২০২৩

Back to top button