হলিউড

নিউমোনিয়ায় মারা গেলেন ‘হ্যারি পটার’ সিনেমার জনপ্রিয় অভিনেতা

মারা গেছেন আইরিশ-ইংলিশ অভিনেতা মাইকেল গ্যামবন। তার বয়স হয়েছিল ৮২ বছর। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। অভিনেতা নিউমোনিয়ায় ভুগছিলেন বলে জানিয়েছেন তার পরিবার। খবর বিবিসির।

হ্যারি পটারের আটটি চলচ্চিত্রের মধ্যে ছয়টিতে প্রফেসর অ্যালবাস ডাম্বলডোর চরিত্রে অভিনয় করেছেন তিনি। পাঁচ দশকের কর্মজীবনে টিভি, চলচ্চিত্র, থিয়েটার ও রেডিওতে কাজ করেছেন। বেশ কিছু পুরস্কারও রয়েছে তার ঝাঁপিতে।

হ্যারি পটার ছাড়াও কিছু গোয়েন্দা চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। লন্ডনের রয়্যাল ন্যাশনাল থিয়েটারের মূল সদস্যদের একজন হিসেবে কর্মজীবন শুরু হয় তার। শেকসপিয়ারের বেশ কয়েকটি নাটকেও অভিনয় করেছেন মাইকেল গ্যামবন। ১৯৯৮ সালে বিনোদন অঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য নাইট উপাধি লাভ করেন তিনি।

আইএ/ ২৮ সেপ্টেম্বর ২০২৩

 

Back to top button