এশিয়া

উজবেকিস্তানে শক্তিশালী বিস্ফোরণে নিহত এক, আহত ১৬২

তাসখন্দ, ২৮ সেপ্টেম্বর – উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে একটি গুদামে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে একজন নিহত ও ১৬২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার তাসখন্দ বিমানবন্দরের কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্স।

কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণের কারণে আশপাশের কয়েকটি অ্যাপার্টসেমন্টের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় একটি জানালার কাঠামো পড়ে এক কিশোর নিহত হয়েছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় আহত ২৪ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া ১৩৮ জনকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের কারোর অবস্থা আশঙ্কাজনক নয়।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীর কাছাকাছি আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে এ বিস্ফোরণ হলেও এতে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

দেশটির জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনার তদন্ত ঘটনাস্থলের কাছে একটি বিশেষ ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে। মন্ত্রণালয় তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, দুর্ঘটনার পর দ্রুত জরুরি বিভাগের কর্মকর্তারা পদক্ষেপ নিয়েছেন। ফলে আগুনের তীব্রতা দ্রুত হ্রাস করা গেছে।

সামাজিক যোগযোগমাধ্যম ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, রাতের আকাশ ধোঁয়ায় ছেয়ে গেছে। একটি গুদাম থেকে মূলত এ বিস্ফোরণের সূত্রপাত হয়েছে। তবে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিক জানা যায়নি।

প্রসঙ্গত, উজবেকিস্তান মধ্য এশিয়ার সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের মধ্যে সবচেয়ে জনবহুল। পুরানো সরঞ্জাম ব্যবহার ও নিরাপত্তা নীতি না মেনে চলায় অগ্নিকাণ্ড দেশটিতে একটি নিয়মিত ঘটনা।

সূত্র: কালবেলা
আইএ/ ২৮ সেপ্টেম্বর ২০২৩

Back to top button