পশ্চিমবঙ্গ

বারবার জামিনের আবেদন, ১০০০ টাকা জরিমানা পার্থর

কলকাতা, ২৮ সেপ্টেম্বর – শনির দশা যেন কাটতে চাইছে না তৃণমূলের এক সময়ের সেকেন্ড ইন কম্যান্ড পার্থ চট্টোপাধ্যায়ের। প্রায় দেড় বছর ধরে কারাগারে। তারপরও মিলছে না জামিন। উলটে বুধবার তাকে ১০০০ টাকা জরিমানা করলেন আদালত।

এদিন আদালতে ফের জামিনের আবেদন করেন পার্থর আইনজীবী। কিন্তু তাতে কোনো ফল হয়নি। জামিনের আবেদন খারিজ করে দেন সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়। এরপর গ্রুপ সি মামলার সরকারি নথি চেয়ে আদালতে আবেদন করেন পার্থর আইনজীবী। এই আবেদনের পরিপ্রেক্ষিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারক।

বিচারক অর্পণ চট্টোপাধ্যায় বলেন, একই আবেদন বারবার করছেন কেন? কয়েকদিন আগেও আপনাদের এই আবেদন খারিজ হয়েছে। তারপর আবার একই আবেদন করার কারণ কী? আপনারা অহেতুক আদালতের সময় নষ্ট করছেন। একথা জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে ১০০০ টাকা জরিমানা করেন বিচারক অর্পণ চট্টোপাধ্যায়।

গত বছরের ২২ জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় ইডি। পরের দিন ২৩ জুলাই গ্রেপ্তার করা হয় রাজ্যের সাবেক শিক্ষামন্ত্রীকে। সেই থেকে কারাগারে রয়েছেন পার্থ।

এদিকে সম্প্রতি সিবিআইয়ের পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে, রাজভবন থেকে এসএসসি গ্রুপ সি পদে নিয়োগ দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্যায়ে বিরুদ্ধে চার্জশিটের অনুমোদনপত্র চলে এসেছে। আরও পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদনের অপেক্ষায় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৮ সেপ্টেম্বর ২০২৩

Back to top button