সিলেট

বিশ্বনাথে ছাত্রলীগের দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া : আহত ৬

সিলেট, ২৮ সেপ্টেম্বর – সিলেটের বিশ্বনাথে উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বিশ্বনাথ পুরান বাজারে কয়েক দফা এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি পার্থ সারতি দাস পাপ্পু ও উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন এবং ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকনের পক্ষের মধ্যে এই ঘটনা ঘটে। এই ঘটনায় পাপ্পুসহ দুপক্ষের ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনায় স্থানীয় ব্যবসায়ীসহ জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা যায়, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ গতকাল বিকেলে বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। কমিটি বিলুপ্ত ঘোষণা করায় উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন এবং ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকনের নেতৃত্বে আনন্দ মিছিল বের করা হয়। এ সময় তারা একটি পথসভা করে এবং নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করে।

এরপর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকে কটূক্তি করে মিছিল বের করা হয়। উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি পার্থ সারতি দাস পাপ্পু সামাজিক যোগাযোগমাধ্যমে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকে ‘চাঁদাবাজ’ ও ‘চোরাচালানকারী’ বলে স্ট্যাটাস দেন।

এই স্ট্যাটাসের জের ধরে উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন এবং ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকনের নেতৃত্বে পাপ্পুর অফিসে হামলা চালানো হয়। এ সময় পাপ্পুসহ কয়েকজন আহত হয়।

পরিস্থিতিতে নিয়ন্ত্রণে রাখতে ওসমানী-বিশ্বনাথ সার্কেল সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ বলেন, দীর্ঘদিন ধরে উপজেলা কমিটি মেয়াদোত্তীর্ণ ছিল। তাই কমিটি বিলুপ্ত করা হয়েছে, শিগগিরই নতুন কমিটি দেওয়া হবে। আর এ বিষয় নিয়ে যারা বিশৃঙ্খলা করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: কালবেলা
আইএ/ ২৮ সেপ্টেম্বর ২০২৩

Back to top button