দক্ষিণ এশিয়া

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ছাড়াল

নয়াদিল্লি, ১১ অক্টোবর- ভারতে শনাক্ত মোট করোনাভাইরাস রোগীর সংখ্যা ৭০ লাখ ছাড়িয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

রোববার স্থানীয় সময় সকালে মন্ত্রণালয়টি সর্বশেষ ২৪ ঘণ্টায় ৭৪ হাজার ৩৮৩ নতুন রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছে।

এতে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ৫৩ হাজার ৮০৬ জনে দাঁড়িয়েছে। করোনাভাইরাস আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় শীর্ষস্থানে আছে ভারত। যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৭৭ লাখ ১৮ হাজার ৯৮৬ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় মহামারীতে আরও ৯১৮ জনের মৃত্যু হওয়ায় ভারতে মোট মৃত্যুর সংখ্যা ১ লাখ ৮ হাজার ৩৩৪ জনে দাঁড়িয়েছে বলে মন্ত্রণালয়টি জানিয়েছে।

সরকারি তথ্যের ওপর ভিত্তি করে করা বার্তা সংস্থা রয়টার্সের হিসাব অনুযায়ী দেশটিতে মাত্র ১৩ দিনে ১০ লাখ রোগী যোগ হয়েছে।

আরও পড়ুন: স্বামীত্ব স্কিমের আওতায় প্রায় এক লাখ মানুষকে সম্পত্তি কার্ড তুলে দিচ্ছে মোদী সরকার

আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ছাড়ালেও ভারতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৬০ লাখেরও বেশি বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এই মূহুর্তে দেশটিতে সক্রিয় কোভিড-১৯ রোগীর সংখ্যা ৮ লাখ ৬৭ হাজার ৮৯৬ জন আর সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৬০ লাখ ৭৭ হাজার ৯৭৬ জন বলে জানিয়েছে তারা।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে কেরালায়, ১১ হাজার ৭৫৫ জন। ওই একই সময় মহারাষ্ট্রে ১১ হাজার ৪১৬ জন রোগী শনাক্ত হয়। এই প্রথম দৈনিক সংক্রমণে মহারাষ্ট্রকে ছাড়িয়ে শীর্ষে উঠল ভারতের অন্য কোনো রাজ্য।

তবে মোট আক্রান্তের সংখ্যায় ভারতের রাজ্যগুলোর মধ্যে এখনও শীর্ষে আছে মহারাষ্ট্র। এখানে শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যা ১৫ লাখ ১৭ হাজার ৪৩৪ জন। এরপর যথাক্রমে কেরালা, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাডুতে সবচেয়ে বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।

সূত্র : বিডিনিউজ
এন এইচ, ১১ অক্টোবর

Back to top button