জাতীয়

এ সরকারের অধীনে বিএনপি কোন নির্বাচনে যাবে না

নড়াইল, ২৭ সেপ্টেম্বর – এ সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না, প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে গণজাগরণের মাধ্যমে এ সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে।

বুধবার দুপুরে নড়াইলের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক আমাতুল মোর্শেদার আদালতে মানহানি মামলা খারিজের আবেদন শুনানি শেষে উপস্থিত গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি আরও বলেন, এ সরকার যেভাবে আছে সেভাবে থাকার চেষ্টা করবে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের চেষ্টা করবে। জনগণ যদি ভোট দিতে না পারে তাহলে কীসের নির্বাচন।
এদিন গয়েশ্বর চন্দ্র রায়ের আগমন কীসের সকাল থেকে আদালত চত্বরে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান উভয়পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনানি শেষে গয়েশ্বর চন্দ্র রায়কে ১০ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন।

মামলাটি বর্তমান বিচারের জন্য জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক আমাতুল মোর্শেদার আদালতে বিচারাধীন আছে। আগামী নভেম্বর মাসের ২২ তারিখে এ মামলার পরবর্তী শুনানি হবে।

সূত্র: বিডি-প্রতিদিন
আইএ/ ২৭ সেপ্টেম্বর ২০২৩

Back to top button