ইউরোপ

রাশিয়ার ‘ওয়ান্টেড’ এর তালিকায় আইসিসির প্রেসিডেন্ট

মস্কো, ২৬ সেপ্টেম্বর – রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট পিওতর হফমানস্কির নাম ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করেছে। গতকাল সোমবার দেশটির এ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পলিটিকো।

রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্যভান্ডারে বলা হয়েছে, পোল্যান্ডের নাগরিক পিওতর জোজেফকে রাশিয়ার ফৌজদারি আইনের আওতায় ওয়ান্টেড তালিকায় রাখা হয়েছে। তবে তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি রাশিয়া।

এ ছাড়া হফমানস্কি ছাড়াও আইসিসির ভাইস প্রেসিডেন্ট লিজ দেল কারমেন ইবানেজ ক্যারানজা এবং জজ বার্ট্রাম স্মিটকে ওয়ান্টেড তালিকায় রাখা হয়েছে।

পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, মস্কো আইসিসির বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছে।

ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে জোর করে ইউক্রেনের শিশুদের দেশ ছাড়তে বাধ্য করায় চলতি বছরের মার্চে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও রাশিয়ার শিশু অধিকার কমিশনার মারিয়া লাভোবা-বেলোভার ওপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। তারই এবার পাল্টা পদক্ষেপ নিল রাশিয়া।

এর আগে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, তারা আইসিসির সদস্য নয়। তাই পুতিনের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ‘অকার্যকর’।

সূত্র: আমাদের সময়
আইএ/ ২৬ সেপ্টেম্বর ২০২৩

Back to top button