হামলায় রুশ নৌবহরের কমান্ডার নিহতের দাবি ইউক্রেনের
কিয়েভ, ২৬ সেপ্টেম্বর – রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের সদর দপ্তরে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে রুশ নৌবহরের কমান্ডার নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) ক্রিমিয়ার সেভাস্তোপোলে এ হামলা চালায় তারা। খবর রয়টার্সের।
ইউক্রেন জানিয়েছে, গত সপ্তাহজুড়ে কৃষ্ণসাগরের নৌবহরের সদর দপ্তরে হামলা চালিয়েছে তারা। এতে নৌবহরের শীর্ষ কর্মকর্তা অ্যাডমিরাল ভিক্টর সকোলভসহ অন্তত ৩৩ কর্মকর্তা নিহত হয়েছেন।
ইউক্রেনের পক্ষ থেকে রুশ নৌবহরের কমান্ডার নিহতের দাবি করা হলেও এ নিয়ে কোনো মন্তব্য করেনি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ ছাড়া ওই কর্মকর্তার মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করতে পারেনি বার্তাসংস্থা রয়টার্স।
ইউক্রেনের স্পেশাল ফোর্স টেলিগ্রামে এক বার্তায় জানিয়েছে, সদর দপ্তরে হামলায় অন্তত ৩৪ জন কর্মকর্তা নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও অন্তত ১০৫ জন। হামলায় সদর দপ্তর ধ্বংস হয়ে গেছে বলেও ওই বার্তায় দাবি করা হয়। তবে এ হামলায় ইউক্রেনীয় বাহিনীর হতাহতের সংখ্যা জানা যায়নি।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের হামলায় এক সেনা নিখোঁজ রয়েছেন। যদিও মন্ত্রণালয় শুরুতে একজন নিহতের খবর জানিয়েছিল। পরে অবশ্য নিখোঁজের কথা জানানো হয়। এ হামলা চলাকালে পাঁচটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে বিমানবাহিনী।
ইউক্রেনের একটি সামরিক সূত্র জানিয়েছে, সেভাস্তোপোলে এ হামলায় ‘স্টর্ম শ্যাডো’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এ ক্ষেপণাস্ত্র ব্রিটেন ও ফ্রান্সের কাছ থেকে সহায়তা পেয়েছে দেশটি। এ ধরনের ক্ষেপণাস্ত্র ১৫০ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
সূত্র: কালবেলা
আইএ/ ২৬ সেপ্টেম্বর ২০২৩