জাতীয়

তেজগাঁওয়ে গোলাগুলির ঘটনায় একজন গ্রেপ্তার

ঢাকা, ২৬ সেপ্টেম্বর – রাজধানীর তেজগাঁও বিজি প্রেস এলাকায় গোলাগুলির ঘটনায় মারুফ বিল্লাহ হিমেল নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর পুরান ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর পুরান ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেঁজগাও জোনের সহকারী কমিশনার (এসি) এস এম আরিফ রায়হান।

তিনি জানান, ঘটনার সময় হিমেল সেখানে উপস্থিত থেকে মামুনকে বারবার ফোন দিয়ে অবস্থান জেনে নিচ্ছিলেন। তবে এখন পর্যন্ত ওই ঘটনায় তার অন্য ভূমিকার তথ্য পাওয়া যায়নি।

তিনি আরও জানান, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ১০ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে তোলা হবে। রিমান্ড পেলে পরে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সেদিন গোলাগুলির সময় অফিস থেকে ফকিরাপুল আরামবাগের মেসে ফেরার পথে তেজগাঁও শিল্পাঞ্চলে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে আহত হন ভুবন চন্দ্র। ৮ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকাল সাড়ে ১০টা ৩৫ মিনিটে হাসপাতালে মারা যায় ভুবন।

গোলাগুলির পরদিন তাঁর স্ত্রী রত্না রানী শীল বাদী হয়ে তেজগাঁও থানায় অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে মামলা করেন।

প্রসঙ্গত, গত সোমবার ১৮ সেপ্টেম্বর রাতে তেজগাঁও বিজি প্রেস ও প্রোটল পাম্পের মাঝামাঝি স্থানে শীর্ষ সন্ত্রাসী মামুনকে চারটি মোটরসাইকেলে আসা ৭-৮ জন যুবক ঘিরে ধরে। এসময় দৌড়ে পালানো সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। সেই গুলিতে আহত হন ভুবন। এছাড়াও আহত হন আরিফুর নামে আরেক পথচারী।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৬ সেপ্টেম্বর ২০২৩

Back to top button