ইমরান ছাড়া অবাধ-সুষ্ঠু নির্বাচন সম্ভব
ইসলামবাদ, ২৬ সেপ্টেম্বর – পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার বলেছেন, ইমরান খান ছাড়াই দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব। এমন সময় কাকার এই মন্তব্য করলেন যখন দেশটিতে জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে এবং নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে। সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এসব কথা জানিয়েছে।
এ বছর আগস্ট মাসের মাঝামাঝি সময়ে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণ করে। গত সপ্তাহে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি) জানিয়েছে, আগামী বছরের জানুয়ারি মাসের শেষদিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
সংবাদমাধ্যম এপিকে দেওয়া সাক্ষাৎকারে কাকার বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে (ইমরান) খান বা তার দলের শত শত সদস্যকে ছাড়াই, যারা কারাগারে বন্দি রয়েছেন। কারণ তারা ভাঙচুর এবং অগ্নিসংযোগসহ বেআইনি কার্যকলাপে লিপ্ত ছিলেন। অপর এক প্রশ্নের জবাবে কাকার জানান, পিটিআই নেতাদের মধ্যে যারা বেআইনি কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন না, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।
পিটিআই যাতে ক্ষমতায় ফিরে না আসে, তা নিশ্চিত করার জন্য সেনাবাহিনী আসন্ন নির্বাচনে কারসাজি করতে যাচ্ছে- এমন কোনো দৃষ্টিভঙ্গি আছে কিনা জানতে চাইলে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী উত্তর দেন : আমি মনে করি এটি একেবারেই অযৌক্তিক। কাকার আরও বলেন, ইসিপি নির্বাচন পরিচালনা করবে, সামরিক বাহিনী নয়। এ ছাড়া নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ ও সমর্থন করার জন্য তত্ত্বাবধায়ক সরকারও রয়েছে। বর্তমান প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজাকে ইমরান খান নিয়োগ করেছিলেন জানিয়ে কাকার বলেন, কেন তিনি তার বিরুদ্ধে কোন অর্থে ঘুরে দাঁড়াবেন?
সূত্র: আমাদের সময়
আইএ/ ২৬ সেপ্টেম্বর ২০২৩