ওয়াশিংটনে কিউবার দূতাবাসে ককটেল নিক্ষেপ
ওয়াশিংটন, ২৫ সেপ্টেম্বর – যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে কিউবার দূতাবাসে ককটেল হামলার ঘটনা ঘটেছে। গতকাল রবিবার (২৪ সেপ্টেম্বর) রাতে এক ব্যক্তি দূতাবাস লক্ষ্য করে দুটি ককটেল ছুড়ে মারে। কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ ঘটনাটি ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে চিহ্নিত করেছেন।
মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক বার্তায় ব্রুনো রদ্রিগেজ বলেন, এক ব্যক্তি যুক্তরাষ্ট্রে কিউবার দূতাবাস লক্ষ্য করে দুটি ককটেল ছুড়ে মেরেছে। এতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কেউ হতাহতও হননি।
সম্প্রতি কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছিলেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রে কিউবার নাগরিকদের বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেন তিনি। এরপর হাভানায় ফিরে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে এ হামলার ঘটনা ঘটল।
সাম্প্রতিক বছরগুলোতে ওয়াশিংটনে কিউবার দূতাবাস লক্ষ্য করে চালানো এটি দ্বিতীয় হামলা। এর আগে ২০২০ সালে এক ব্যক্তি কিউবার দূতাবাস ভবন লক্ষ্য করে গুলি চালিয়েছিল।
সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ২৫ সেপ্টেম্বর ২০২৩