৩০টি বোমা নিষ্ক্রিয় করেছে ইরান, আটক ২৮
তেহরান, ২৫ সেপ্টেম্বর – রাজধানী তেহরানে প্রায় ৩০টি বোমা নিষ্ক্রিয় করার কথা জানিয়েছে ইরান। এছাড়াও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে জড়িত ২৮ জনকে গ্রেপ্তার করেছে দেশটি। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, আজ রবিবার (২৪ সেপ্টেম্বর) প্রতিরক্ষা ও গোয়েন্দা মন্ত্রণালয় ৩০টি বোমা নিষ্ক্রিয় করা ও ২৮ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তাররা আইএসের সদস্য। তাদের সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তান এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চলে তাকফিরি গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকার ইতিহাস রয়েছে।
এই গোষ্ঠীটি ইরানে বেশ কয়েকটি হামলার দাবি করেছে। এর মধ্যে রয়েছে ২০১৭ সালে জোড়া বোমা হামলার ঘটনা, যা ইরানের সংসদ এবং ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির সমাধি লক্ষ্য করে সংঘঠিত হয়েছিল।
এছাড়াও গত অক্টোবরে একটি শিয়া মাজারে হামলার দায় স্বীকার করেছে আইএস। যেখানে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর শিরাজে ১৫ জন নিহত হয়।
সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ২৫ সেপ্টেম্বর ২০২৩